॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশের উদ্যোগে গতকাল ১৪ই জানুয়ারী দুপুরে থানা চত্বরে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খাঁন বক্তব্য রাখেন।
তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। তবে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সমাজ থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ করতে চাই। এ জন্য প্রয়োজন-সঠিক সময়ে সঠিত তথ্য। সঠিক সময়ে সঠিক তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিকভাবে অপরাধ কার্যক্রম দমনসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। মাদকসেবী ও ইভটিজারদের কাউন্সিলিং করার গুরুত্বারোপ করে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, মাদকাসক্ত সন্তান পরিবারের অশান্তি। মাদকের কারণেই সমাজে নানা অপরাধ সংঘটিত হয়।
গ্রাম পুলিশদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খাঁন বলেন, সম্মানের জায়গা ধরে রাখতে হবে। মাদকের সাথে জড়িতদের তালিকা তৈরী করে তা থানা পুলিশের হাতে জমা দেওয়ার দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব(মোনা বিশ্বাস), মৌরাট ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, তিনি যোগদানের পর জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সমন্বিত প্রচেষ্টায় কসবামাজাইল, সরিষা ও হাবাসপুরসহ বিভিন্ন এলাকার সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা হয়েছে। মাদক, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী দেন তিনি।
অনুষ্ঠানে পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, কাউন্সিলর বাদশা মন্ডল ও আব্দুল আলীম মুন্সীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।