রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আলাদিপুরে ২২দিনব্যাপী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিজয় মেলা উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ২১তম বিজয় মেলা। গতকাল ১০ই জানুয়ারী সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে ২২দিন ব্যাপী মেলা বেলুল উড়িয়ে উদ্বোধন করেন নবনিযুক্ত শিক্ষা প্রতিমন্ত্রী(কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বিজয় মেলা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস সাহানা বেগম, জেলা পরিষদের সদস্য মোঃ নাজমুল হাসান মিন্টুও আলাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার প্রামানিক।
স্বাগত বক্তব্য রাখেন বিজয় মেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান। অনুষ্ঠান উপস্থাপনা করেন আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম জাহিদুল হাসান বক্কার এবং মেলা উদযাপন কমিটির সদস্য আয়ুব আলী শেখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখার প্রত্যয়ে দীর্ঘ বছর যাবৎ ধারাবাহিকভাবে এই বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে-যা অত্যন্ত গর্বের। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীত্ব দিয়ে রাজবাড়ীবাসীকে সম্মানিত করেছেন। আমাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়ায় আমি অত্যন্ত খুশী হয়েছি। কারিগরি শিক্ষার মাধ্যমেই দেশের বেকার সমস্যার সমাধান করা সম্ভব। চীন-জাপানসহ উন্নত দেশগুলো কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়েই এগিয়ে গেছে। অল্প লেখাপড়া করেও কেউ কারিগরি জ্ঞান অর্জন করলে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারে। তাই রাজবাড়ীতে সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭২ সালের এই দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছিলেন। তার জন্যই আজ আমরা বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশের চলমান অগ্রগতি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। আলাদিপুরের এই বিজয় মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ হবে বলে আমি আশাবাদী। মেলায় যাতে কোন প্রকার অশ্লীলতা না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ অহিদুজ্জামান অহিদ ও মেলা উদযাপন পরিষদের সদস্যগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!