রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আ’লীগ নেতা মিতুল হাকিমের পৃষ্ঠপোষকতায় যুবলীগ-ছাত্রলীগের উদ্যোগে পাংশা-কালুখালী উপজেলার চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা এবং যুবলীগ ও ছাত্রলীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের বলিষ্ঠ নেতৃত্ব আশিক মাহমুদ মিতুল হাকিমের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় পাংশা উপজেলা আওয়ামী যুবলীগ ও পাংশা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল ১০ই জানুয়ারী পাংশা ও কালুখালীর উত্তরে চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
জানাযায়, চরাঞ্চলের সাদারচর বটতলা বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ২শতাধিক নারী-পুরুষ ও শিশুর বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়া চরাঞ্চলের সাদারচর বটতলা বাজার, হাবাসপুর ইউপির চর রামনগর এবং রতনদিয়া ইউপির রশকারদিয়া গ্রামসহ আশপাশের প্রতিটি বাড়ীতে গিয়ে দরিদ্র ৩শতাধিক পরিবারের মাঝে কম্বল ও দেড় শতাধিক শিশুর শীতবস্ত্র বিতরণ করেন যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ ও যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল, সাংগঠনিক সম্পাদক কামাল আল মামুন, পাংশা পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাহেদ আলী ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ জুয়েলসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশা ও কালুখালীর উত্তরে চরাঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দরিদ্র পরিবারের লোকজন ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মহতি উদ্যোগ গ্রহণে স্থানীয় লোকজন প্রশংসা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!