॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির উদয়পুর গ্রামে(উদয়পুর হাই স্কুলের পাশে) গতকাল শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের সভাপতি ডাঃ মোঃ রাজু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন মিয়া, পাংশা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, রাজবাড়ী জেলা পরিষদের ১৪নং আসনের নবনির্বাচিত সদস্য ও হাবাসপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম হিরা, যশাই ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সামাজিক উন্নয়নে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের অবদানের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ জালাল উদ্দিন ভেন্ডার।
অনুষ্ঠানে যশাই ইউপি মেম্বার দরুদ আলী প্রামানিক, পাংশা পৌরসভা আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মোঃ নাদের হোসেন, ডাঃ মোঃ ওমর আলী, ইউনুস আলী মন্ডল, মকসেদ আলী মন্ডল, রফিকুল ইসলাম মাষ্টার, আব্দুস সালাম সাদি মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্মৃতি পাঠাগার ও ক্লাবের নেতৃবৃন্দ, পাঠাগারের উপদেষ্টাগণ, উদয়পুর হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।