॥স্টাফ রিপোর্টার॥ সাম্র্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস উপলক্ষে পাংশা উপজেলার বাহাদুরপুর গোরস্থানে শহীদ মতিউল ইসলামের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়ন ও ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর শহীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
পরে প্রয়াত নেতার জীবনীর ওপর সংক্ষিত আলোচনা করেন রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার রায়, ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বলাই পাল, রাজবাড়ী শহর কমিটির সভাপতি কাউছার আহম্মেদ রিপন, সাংগঠনিক সম্পাদক জনি ও পাংশা থানার সিপিবি নেতা তোফাজ্জেল মিয়া।
বক্তারা বলেন, ১৯৭৩ সালের ১লা জানুয়ারী স্বাধীন বাংলাদেশে ছাত্র মিছিলে প্রথম পুলিশী গুলিবর্ষণ ও ছাত্র হত্যার ঘটনা ঘটেছিল। সেই গুলিবর্ষণে শহীদ হয়েছিলেন মতিউল ইসলাম এবং মীর্জা কাদেরুল ইসলাম। মিছিলটি ছিল ডাকসু ও ছাত্র ইউনিয়নের ঘোষিত ‘ভিয়েতনাম দিবসের’ সংহতি মিছিল।