॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশায় গত ৩০শে ডিসেম্বর সন্ধ্যায় সৃজনশীল সাহিত্য চর্চা কেন্দ্রের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সৃজনশীল সাহিত্য চর্চা কেন্দ্রের সভাপতি ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৃজনশীল সাহিত্য চর্চা কেন্দ্রের উপদেষ্টা পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ সহিদুর রহমান।
সভায় পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মুহম্মদ ফিরোজ হায়দার, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান ও সৃজনশীল সাহিত্য চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুন্নবী মুন্সী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথি অধ্যাপক মোঃ সহিদুর রহমান সৃজনশীল সাহিত্য ও সংস্কৃতি চর্চায় পাংশার অতীত ঐতিহ্য সম্পর্কে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ দীর্ঘ ২১বছর ধরে নতুন প্রজন্মের মাঝে সাহিত্য চর্চায় অনুপ্রেরণা দিয়ে আসছে। মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদ একই ভাবে সৃজনশীল সাহিত্য চর্চায় এবং নতুন লেখক সৃষ্টিতে অবদান রেখে চলেছে। ঐতিহ্যের এই ধারা অব্যাহত রাখতে সৃজনশীল সাহিত্য চর্চা কেন্দ্রের কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান রচিত ‘সনেট পঙ্ক্তিমালা’ কাব্যগ্রন্থের উপর আগামী ১৩ই জানুয়ারী আলোচনা সভা অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ কার্যালয়ে (কবি মুহম্মদ ফিরোজ হায়দারের বাড়ীর আ¤্রকাননে) ওইদিন বিকাল ৩টায় ‘সনেট পঙ্ক্তিমালা’ কাব্যগ্রন্থের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সাংবাদিক সৈকত শতদল ও পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মোঃ নাদের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।