॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুরের একটি দল গত ২৯শে ডিসেম্বর বিকেলে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউপির আকশুকনা গ্রামে অভিযান চালিয়ে জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সন্ত্রাসী মাধব বাহিনীর প্রধান মাধব লাল ঘোষ (৩০)কে গ্রেপ্তার করেছে।
এ সময় র্যাব তার কাছ থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল, দেশীয় তৈরী ওয়ান শুটারগান, রামদা, চাপাতিসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাধব লাল ঘোষ বালিয়াকান্দি উপজেলার আকশুকনা গ্রামের মনমথ নাথ ঘোষের ছেলে।
গতকাল শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলা শহর এলাকায় অবস্থানকালে জানতে পারেন মাধব বাহিনীর প্রধান মাধব লাল ঘোষ উপজেলার আকশুকনা এলাকার একটি খালের টোং ঘরের ভিতর আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছেন। সাড়ে চারটার দিকে র্যাব দল ওই খালের চারপাশ ঘিরে ফেলে টোং ঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার কোমরে রাখা দুই রাউন্ড গুলিসহ ম্যাগজিন ভর্তি একটি বিদেশী পিস্তলসহ আটক করা হয়। পরে তাকে নিয়ে র্যাবের একটি দল রাতভর অভিযানকালে তার স্বীকারোক্তিতে ওই টোং ঘরের বিছানার নিচ থেকে দেশীয় তৈরী ওয়ান শুটার গান, তিন রাউন্ড কার্তুজ, একটি ধারালো রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাধবের বিরুদ্ধে এলাকায় খুন, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া মাগুরার শ্রীপুর থানা, ফরিদপুরের মধুখালী ও মাদারীপুরের রাজৈর থানায় একাধিক হত্যা, অপহরণ ও অস্ত্র মামলা রয়েছে। ২০১২ সালের ১৪ই আগস্ট মধুখালী থানায় অস্ত্র আইনের একটি মামলায় তার ১০ বছরের সাজা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ জাহিদুল ইসলাম জানান, মাধব লাল ঘোষের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় কোন মামলা না থাকলেও প্রকৃতপক্ষে সে একজন বড় ধরনের সন্ত্রাসী। বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।