॥তনু সিকদার সবুজ॥ আধুনিক বাংলা সাহিত্যের অমর দিকপাল কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১০৬তম মৃত্যু বার্ষিকী আজ ১৯শে ডিসেম্বর মীরের সমাধিস্থল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মহান এই মনীষীর সমাধিস্থলে সকালে পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুষ্পমাল্য অর্পন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নেতৃত্বে উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের আয়োজনে মীরের সাহিত্য ও কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ই নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরি নদীর তীরে লাহিনীপাড়ায় বাবা সৈয়দ মীর মুয়াজ্জম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে জন্মগ্রহণ করেন এবং ১৯১১ সালের ১৯শে ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর পদমদীতেই মহান এই মনীষীকে সমাহিত করা হয়।