মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় উৎসবমুখর পরিবেশে নাট্যালোকের বার্ষিক নাট্যোৎসব উদ্বোধন করলেন এমপি জিল্লুল হাকিম

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকের ৫দিন ব্যাপী বার্ষিক নাট্যোৎসব গত ১৭ই ডিসেম্বর রাত সাড়ে ১০টায় উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। উদ্বোধন ঘোষণার পরপরই দৃষ্টিনন্দন ১৬টি আতোশবাজীর আলোর ঝলকানীতে পৌরশহর আলোঝলমল হয়ে উঠে।
নাট্যালোকের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, কলিমহর জহুরুন্নেছা শিক্ষা নগরীর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দাতা ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার একেএম রফিক উদ্দিনের সহধর্মিনী নিলুফার রফিক, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহম্মদ আবদুল ওয়াহাব, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী খান, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমল সরকার ও নাট্যাভিনেতা মাসুদ রানা মিঠু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চাঁদ আলী খান, টিভি অভিনেতা লিটু করিম, মুন্সী মজনু, তারিক স্বপন, নূর-এ-আলম নয়ন, আহম্মেদ সাজু, সাইমুন চৌধুরী ও সঞ্জীব আহম্মেদকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মাননা উপহার প্রদান করা হয়। একই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং স্মরনিকা নাট্যালোক’১৭ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
৪৬তম মহান বিজয় দিবস উপলক্ষে নাট্যালোকের এবারের গুণীজন সংবর্ধনা ও বার্ষিক নাট্যোৎসব-২০১৭ উদ্বোধনকে ঘিরে পাংশা পৌরসভা চত্বর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন নাট্যালোকের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু। নাট্যালোকের বার্ষিক নাট্যোৎসব ২১শে ডিসেম্বর পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!