শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ফৌজদারহাট ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ এর সমাপনী গত বৃহস্পতিবার চট্টগ্রামস্থ কলেজের এ্যাথলেটিক্স গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
জেনারেল অফিসার কমান্ডিং ২৪পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার প্রধান অতিথি হিসেবে ক্যাডেটদের মনোমুগ্ধকর বিভিন্ন প্রতিযোগিতা ও ডিসপ্লে উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ী ক্যাডেট ও অন্যান্য প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেটদের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে তিনি ক্যাডেটদের দক্ষতা ও কঠোর অনুশীলনের ভূয়সী প্রশংসা করেন।
এরআগে, প্রধান অতিথি ফৌজদারহাট ক্যাডেট কলেজে এসে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ রকিব উদ্দিন খান।
উল্লেখ্য, সারা বছরের একাডেমিক ও সহ-পাঠক্রম সংক্রান্ত কার্যক্রমের সফলতা বিবেচনা করে শহীদুল্লাহ হাউজকে চ্যাম্পিয়ন ও রবীন্দ্র হাউজকে রানার্স আপ হিসেবে ঘোষণা করা হয়। তিন দিনব্যাপী ফৌজদারহাট ক্যাডেট কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৬ গত সোমবার কলেজ এ্যাথলেটিক্স গ্রাউন্ডে শুরু হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ক্যাডেটরা ৩০টি ইভেন্ট এ অংশগ্রহণ করে। এছাড়া, কর্মকর্তা, অনুষদ সদস্য এবং অন্যান্য কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগত অতিথিগণ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সামরিক ও অসামরিক উর্দ্ধতন কর্মকর্তাগণ এবং কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!