॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় গত ১৬ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০১৭ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৭টায় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নাসিরুল হক সাবু, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, এছাড়া পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, জাসদ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পাংশা মহিলা কলেজ, আইডিয়াল গার্লস কলেজ, পাংশা উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নাট্যালোকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অপরদিকে পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ চাঁদ আলী খান ও অনুষ্ঠানের সভাপতি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে বাঙালি জাতি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ৯মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম, বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার নেতা, ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলা গড়ার কাজে নিয়োজিত তখনই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী চক্র জাতির পিতাকে সপরিবারে হত্যা করে। বিএনপি-জামায়াত সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে।
বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। তিনি বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ, রাস্তাঘাট, ব্রিজ-কার্লভাট, আইন-শৃঙ্খলা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পাংশা থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এছাড়া পাংশা উপজেলা আওয়ামী লীগ, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা পৌরসভাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান মহান বিজয় দিবস উদযাপনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।