মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজাকারদের ঘৃণা করার মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের সার্থকতা আসবে — রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম

  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবের আয়োজনে এবং এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সমন্বয়ে গত ১৪ই ডিসেম্বর রাত ৮টায় স্থানীয় কমিউনিটি সেন্টারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক মোহম্মদ আবদুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা সরকারী কলেজের গণিত বিভাগের প্রধান খান মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম রাসেল কবীর।
অনুষ্ঠানে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কালুখালীর মদাপুর ইউপির নূর নেছা কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, কালুখালী কলেজের অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, অধ্যক্ষ এস.এম কায়কোবাদ, অধ্যাপক নিরঞ্জন কুমার দাশ, অধ্যাপক আবুল হোসেন মল্লিক, পাংশা সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান আলহাজ্ব মোঃ আব্দুল খালেক, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক(অবসরপ্রাপ্ত) সুশীল কুমার মুদী। পাংশা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন শেখ, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান মাসুদ, আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস, বাবুপাড়া ইউপি মেম্বার আবুল হাশেম, পাংশা পৌরসভার বাজার পরিদর্শক জাফর ইকবাল, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল হক, পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ ও যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ ও সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল, পাংশা পৌরসভা ছাত্রলীগের সভাপতি শাহেদ আলী ও সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ জুয়েল, পাংশা প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, রাজাকারদের ঘৃণা করার মধ্য দিয়েই শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের সার্থকতা আসবে। এ জন্য আমাদের শপথ নিতে হবে- দুর্বৃত্তদের হাতে যেন ক্ষমতা না যায়।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিএনপি-জামায়াত আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালায়। বাসে, ট্রেনে পেট্রোল বোমা মেরে খালেদা জিয়া সন্ত্রাসের নেত্রী হিসেবে আখ্যায়িত হয়েছেন। জনগণকে প্রতিপক্ষ হিসেবে করে নিয়েছে তারা। বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজী, গাছ কাটা, মাছ লুট ও হাতুড়ী বাহিনী সৃষ্টি করে। তাই বিএনপির ক্ষমতায় যাওয়া সুদূর পরাহত। কারণ আগুনে বিবিকে দেশের মানুষ ক্ষমতায় যেতে দেবে না।
এমপি মোঃ জিল্লুল হাকিম আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে কাজ করছেন। শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, আইন-শৃঙ্খলাসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। কৃষকরা চাহিদা মত সুলভমূল্যে সার পাচ্ছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে। ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছে যাবে। মানুষ এখন শান্তিতে ঘোমাতে পারছে। যুদ্ধাপরাধীদের বিচার হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তিনি দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শিক্ষক, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!