॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল ৯ই ডিসেম্বর দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে “জয়িতাদের অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল ৫জন নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ(হেনা মুন্সী) ও পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কালুখালীর নূর নেছা কলেজের অধ্যক্ষ বিকাশ বসু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সফল নারী জয়িতা পাংশা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, পাংশা পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের সদস্য ও পৌরসভার প্যানেল মেয়র রাশিদা ইয়াসমিন, গুধিবাড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলীর স্ত্রী রতœগর্ভা জয়িতা আছিয়া বেগম ও মেঘনা গ্রামের জয়িতা নাসিমা খাতুন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বেগম নুরুন্নাহার, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম নজীব উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ নাহার। অনুষ্ঠান উপস্থাপনা করেন নারী অঙ্গন সংস্থার সভানেত্রী শান্তনা বিশ্বাস।
এ বছর সফল জননী হিসেবে জয়িতার স্বীকৃতি পেয়েছেন ঃ পাংশা পৌরসভার গুধিবাড়ী এলাকার আছিয়া বেগম, পাংশা পৌরসভার কাউন্সিলর রাশিদা ইয়াসমীন, মেঘনা গ্রামের নাছিমা খাতুন, লক্ষèীপুর গ্রামের রোজিনা খাতুন ও পাংশা হাসপাতালের ডাঃ আনজুয়ারা সুমী। অনুষ্ঠানে সফল জয়িতাদের রজনীগন্ধা ফুলের স্টিকার, সনদপত্র ও ক্রেস্ট উপহার প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। শেষে সফল জয়িতারা অনুষ্ঠানের অতিথিবৃন্দের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।