বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ভারতের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে গতকাল ৯ই ডিসেম্বর ভারতের দেরাদুনে অবস্থিত ইন্ডিয়ান মিলিটারী একাডেমিতে(আইএমএ) পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানায়, গত ৮ই ডিসেম্বর সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আইএমএ পৌঁছালে ভারতের আর্মি ট্রেনিং কমান্ড(আর্টরাক) এর জেনারেল অফিসার কমান্ডিং ইন চীফ লেঃ জেনারেল এমএম নারাভানী এবং আইএমএ এর কমান্ড্যান্ট লেঃ জেনারেল এস কে ঝা তাকে অভ্যর্থনা জানান। রাতে তিনি আইএমএর ক্যাডেট ও অন্যান্য অফিসারদের সাথে ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন। আইএমএ বিশ্বখ্যাত সামরিক স্থাপনাসমূহের মধ্যে অন্যতম। এই একাডেমিতে ভারতীয় সেনাবাহিনীর ক্যাডেটগণ এক বছর ব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে থাকেন এবং সফলভাবে প্রশিক্ষণ সমাপনান্তে সেনাবাহিনীতে অফিসার হিসাবে কমিশন লাভ করেন।
উল্লেখ্য, গত ৭ই হতে গতকাল ৯ই ডিসেম্বর পর্যন্ত ৩দিনের ভারত সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। দিল্লিতে তিনি প্রয়াত বীর সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘অমর জোয়ান জ্যোতি’তে পুষ্পস্তবক অর্পণ করেন। ভারতীয় সেনাবাহিনী কর্তৃক তার সম্মানে এক চৌকস গার্ড অব অনারও প্রদান করা হয়। সফরকালে তিনি দিল্লি ও দেরাদুনের বিবিধ সামরিক স্থাপনাও পরিদর্শন করেন। সফর শেষে তিনি আজ রাতে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন -আইএসপিআর।