সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ভারতীয় মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেড পরিদর্শনের জন্য সেনাবাহিনী প্রধানের ভারত গমন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ৩দিনের এক সরকারী সফরে সস্ত্রীক আজ ৭ই ডিসেম্বর ভারত গমন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ই ডিসেম্বর ভারতের দেরাদুনে অবস্থিত ভারতীয় মিলিটারি একাডেমিতে(আইএমএ) অনুষ্ঠিতব্য ভারতীয় ক্যাডেটদের পাসিং আউট প্যারেড পরিদর্শনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করবেন।
উল্লেখ্য, এর পূর্বে ১৯৯৮ সালে বাংলাদেশের তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ভারতীয় মিলিটারি একাডেমিতে এবং ২০১১ সালে জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন প্রধান অতিথি হিসেবে পুনেতে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ভারত(এনডিএ) এ ক্যাডেটদের পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেছিলেন।
অপরদিকে, ২০১১ সালে ভারতের তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল বিজয় কুমার সিং এবং ২০১৫ সালে জেনারেল দলবীর সিং প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেছিলেন।
ভারত সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারতের উল্লেখযোগ্য সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন।
এ ধরণের সফর বাংলাদেশ ও ভারতের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সু-সম্পর্ককে আরো জোরালো করতে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!