॥শিহাবুর রহমান/কাজী তানভীর॥ রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় আরামবাগ নামক একটি চানাচুর ফ্যাক্টারীতে আগুন লেগে ৬০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ১৬ই নভেম্বর ভোর ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফ্যাক্টারীর মালিক বিপ্লব সরকার জানান, ভোর ৪টার দিকে প্রতিবেশীদের চিৎকারে তিনি ঘুম থেকে উঠে দেখেন ফ্যাক্টারীর কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এরপর তিনি ফায়ার সার্ভিস অফিসে ফোন দিয়ে বিষয়টি জানান। এর ৩০মিনিট পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের আনেন। কিন্তু ততক্ষণে ফ্যাক্টারীর ৬টি অটো মেশিন, বাদাম ৩৫বস্তা, তেল ১২ড্রাম ও চানাচুর ১৩৫বস্তা পুড়ে যায়। যার ক্ষতির পরিমাণ ৬০লক্ষাধিক টাকা।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের টিম লিডার আব্দুল হালিম জানান, ভোর ৪টা ৫০ মিনিটে চানাচুর ফ্যাক্টারীতে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগে ফ্যাক্টারীতে থাকা মেশিনপত্র ও মালামাল পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।