॥স্টাফ রিপোর্টার॥ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কর্তৃক প্রথম বারের মতো ঘোষণা অনুযায়ী প্রতি জেলায় একজন ‘কর বাহাদুর পরিবার’ হবেন। সে অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড রাজবাড়ী জেলার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম ও তার পরিবারকে ‘কর বাহাদুর পরিবার’ হিসেবে মনোনীত করেছে।
সম্মানজনক এই পুরস্কারের জন্য রাজবাড়ী জেলার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সহকারী কর কমিশনার সামসুল আলম, সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম ও তার পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জানাগেছে, আগামী ৮ই নভেম্বর ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্মাণাধীন ভবনে ‘কর বাহাদুর পরিবার ও সেরা করদাতা সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ঢাকা বিভাগের সকল জেলার (গাজীপুর ও নারায়ণগঞ্জ ব্যতীত) সেরা করদাতা ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা প্রদান এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে সর্বোচ্চ করদাতাদের ট্যাক্স কার্ড প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এবং এফবিসিসিআই’র সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন।