॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৬শে ডিসেম্বর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফ হোসেনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ কক্তব্য রাখেন। এ সময় জেলার ৫টি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)গণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ এবং বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে জেলার রাজস্ব আদায় ও সরকারী জমি বন্দোবস্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক জিনাত আরা জেলার রাজস্ব আদায়ে সকলকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করার আহবান জানান এবং জনসাধারণ ভূমি সংক্রান্ত যে কোন বিষয়ে যাতে অতি সহজে সেবা পেতে পারে সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি যে সকল ভূমি অফিস সরকারী রাজস্ব আদায়ে তাদের উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করছেন তাদেরকে ধন্যবাদ জানান।
রাজস্ব সম্মেলন ছাড়াও জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে সরকারী ভূ-সম্পত্তি জবর-দখল, সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলা, জেলা নদী সুরক্ষা, কৃষি খাস জমি ব্যবস্থাপনা, আশ্রয়ন প্রকল্প, এনজিও সমন্বয় কমিটি এবং ভিক্ষুক পুনর্বাসন কমিটির সভা অনুষ্ঠিত হয়।