॥হেলাল মাহমুদ॥ ঘন কুয়াশার কারণে গত ২৪শে ডিসেম্বর দিনগত মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৪ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকায় ২শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
ঘাট সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, রাত ৩টা থেকে ঘন কুয়াশা শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত বলবৎ থাকে। যে কারণে ৪ঘন্টা ফেরী চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ১নং ফেরী ঘাটের জিরো পয়েন্ট হতে দৌলতদিয়া ক্যানেল ঘাট পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক ও পিকআপ গাড়িগুলো পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
দৌলতদিয়া জিরো পয়েন্টে দায়িত্বে নিয়োজিত বিআইডব্লিউটিসির টিএস মোহিদুল হক সজল জানান, এই রুটে ১৫টি ফেরীর মধ্যে ফেরী কপোতি ভাসমান কারখানায় মেরামতের জন্য থাকায় বর্তমানে ১৪টি ফেরী চলাচল করছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, রাতে ঘন কুয়াশার কারণে ফেরী চলাচল বারবার ব্যাহত হচ্ছে।