এনজিও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)’র আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে গতকাল ১৬ই অক্টোবর থেকে ২দিনব্যাপী ‘কেকেএস প্রবীণ উৎসব-২০১৭’ শুরু হয়েছে।
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও কেকেএস’র নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব, গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়ার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলজের অধ্যক্ষ সুলতান উদ্দিন আহম্মদ, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল, এসসিআই’র ম্যানেজার(এডুকেশন) সাইফুল ইসলাম খান এবং কেকেএস’র সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মোজাফফর রহমান হোসেন।
সভাপতির বক্তব্যে ফকীর আব্দুল জব্বার বলেন, প্রবীণরা অনেক অসহায়। সেই অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্য বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে তিনি তার প্রশংসা করেন। এছাড়াও তিনি প্রবীণদেরকে সকল প্রকার তামাকজাত দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, গুল, তামাক পাতা ইত্যাদি সেবন করা থেকে বিরত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে ১১জন প্রবীণকে সম্মাননা, ৫জন প্রবীণকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা এবং ৭৫জন প্রবীণকে বয়স্ক ভাতা প্রদান করা হয়। এরপর কেকেএস শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের প্রথম দিনের আয়োজন সমাপ্ত হয় -প্রেস বিজ্ঞপ্তি।