সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে বহরপুর উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

॥রঘুনন্দন সিকদার॥ ‘এসো মিলিত হই আত্মর বন্ধনে, শেকড়ের ঋণ পারিব কি শুধিতে’ এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে গত ৩রা সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কলাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুল ওহাব মোল্ল­ার সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারী কর্ম কমিশনের সদস্য ও সাবেক সচিব মোঃ শাহজাহান আলী মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব ও রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান, পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোঃ কাইয়ুমুজ্জামান খান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) এর অধাপক ড.মোহাম্মদ শাহজাহান মন্ডল, বহরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ অহিদুল হক, খুলনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মোঃ জাকির হোসেন, ঝিনাইদহ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃপাংশু শেখর বিশ্বাস, বহরপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কলাণ পরিষদের প্রধান উপদেষ্টা ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, বহরপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান খান, প্রাক্তন ছাত্র কলাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজবাড়ী ও ফরিদপুর জেলার শিল্পীরা গান পরিবেশন করেন। প্রাক্তন ছাত্রদের আগমনে বিদ্যালয় প্রাঙ্গনটি মিলন মেলায় পরিনত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!