শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ইউডিসি উদ্যোক্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট সময় শনিবার, ২৬ আগস্ট, ২০১৭

॥ইউসুফ মিয়া॥ রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)’র উদ্যোক্তাদের তথ্য সংগ্রহ, প্রতিবেদন ও ফিচার লেখা এবং আউটসোর্সিং ও ই-কমার্স বিষয়ে কালেক্টরেটের সম্মেলন কক্ষে আয়োজিত ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
গতকাল ২৫শে আগস্ট বেলা ৩টায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে মধ্যে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)’র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী গবেষণা কর্মকর্তা মোঃ কাউছার উদ্দিন মারুফ।
অনুষ্ঠানে কয়েকজন ইউডিসি উদ্যোক্তা অভিযোগ করে বলেন, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন কাজ তাদেরকে দিয়ে না করিয়ে ইউপি সচিবরা নিজেরাই করেন। তাদেরকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয় না। এমনকি দুর্ব্যবহার করাসহ চাকরীচ্যুত করার হুমকী দেয়া হয়। এ কথা শুনে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাৎক্ষণিকভাবে কয়েকজন অভিযুক্ত ইউপি সচিবের সাথে মোবাইলে কথা বলেন এবং তাদেরকে সাবধান করাসহ ইউডিসি উদ্যোক্তাদের ঠিকমতো কাজ করতে দেওয়ার নির্দেশ দেন। এছাড়াও তিনি এ বিষয়ে নজর রাখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানকে নির্দেশ দেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)’র ২জন করে মোট ৮৪জন নারী ও পুরুষ উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রকল্প, তথ্যসেবা বার্তা সংস্থা(টিএসবি) এবং ডিজিটাল বাংলাদেশ এর সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!