॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর স্পোটিং ক্লাবের উদ্যোগে গতকাল ১১ই আগস্ট বিকেলে হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩য় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
হাবাসপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ও হাবাসপুর ইউপির মেম্বার ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলী, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল ও বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন, হাবাসপুর স্পোর্টিং ক্লাব তৃতীয়বারের মত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এলাকার অতীত ঐতিহ্য ধরে রেখেছে। হাবাসপুর কে. রাজ উচ্চ বিদ্যালয় শতবর্ষের ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আন্তর্জাতিক দাবারু ও জ্ঞান তাপস ড. কাজী মোতাহার হোসেনের নামে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। হাবাসপুর-বাহাদুরপুরে অনেক গুণীজনের জন্ম হয়েছে।
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর-মন সুস্থ ও ভালো থাকে। খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করা যায়। হাবাসপুর স্পোর্টিং ক্লাব আয়োজিত এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নামী-দামী খেলোয়াড় সৃষ্টি হোক এবং তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে এলাকার সুনাম বয়ে আনুক-এই প্রত্যাশা করছি। তিনি টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্র“তি দেন।
উদ্বোধন অনুষ্ঠানে বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর নিরু মিয়া, হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আত্তাফ আলী এবং হাবাসপুর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পাংশার বাহাদুরপুর তরুণ সংঘ ৬-০ গোলে পাবনার রেনেসাঁ ফুটবল একাদশকে পরাজিত করে।