॥আবুল হোসেন॥ “একজন বন্ধু, দুটি গাছ” এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার সদস্যরা গত শনিবারও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে প্রায় ৪০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন ও বিতরণ করেছে। আগের দিন শুক্রবারও তারা প্রায় ৩০০ গাছের চারা রোপন করে।
গত শনিবার উপজেলার গোয়ালন্দ সরকারী কামরুল ইসলাম ডিগ্রী কলেজ, উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুদুখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাহাজদ্দিন মাতুব্ব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৌরসভার কলেজ পাড়া রাস্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বসত ভিটায়ও ৩৬৫টি গাছের চারা রোপন এবং বিতরণ করে।
আগের দিন শুক্রবার দিন ব্যাপী উজানচর মাখন রায় পাড়ার রাস্তা, জেএন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাখন রায় পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মাছে ৩২৮টি গাছের চারা রোপন ও বিতরণ করে। দুই দিনে মোট ৬৯৩টি বিতরণকৃত গাছের চারার মধ্যে রয়েছে মেহগনি, আকাশি, রেন্ট্রি কড়ই, নিম, কৃষ্ণচুড়া, অর্জুন, সেফালি ফুল, দেবদারু প্রভূতি।
চারা রোপনকালে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক, বন্ধুসভার উপদেষ্টা, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, অধ্যাপিকা নাসরীন আকতার, মোঃ সিদ্দিক মিয়া, ফরিদা আকতার, বন্ধুসভার সভাপতি শেখর আহম্মেদ বাবু, মুহাম্মদ বাবর আলী, জহুরুল হক তুহিন, নাজমুল হাসান, আকাশ সাহা, আব্দুল আহাদ বাবলু ও মইনুল হক মৃধা বেলায়েত হোসেন প্রমুখ।