শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে রাজবাড়ীর ৩টি পৌরসভায় ৭দিনের কঠোর বিধি নিষেধ আরোপ

  • আপডেট সময় সোমবার, ২১ জুন, ২০২১

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার সদর, পাংশা, গোয়ালন্দ পৌর এলাকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধির প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের ১৬ই জুন তারিখের পত্র এবং গতকাল ২০শে জুন অনুষ্ঠিত করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজবাড়ী পৌরসভা, পাংশা পৌরসভা ও গোয়ালন্দ পৌরসভায় আজ ২১শে জুন দিনগত রাত ১২টা থেকে ২৮শে জুন দিনগত রাত ১২:০০টা পর্যন্ত কঠোর বিধি নিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।
গতকাল ২০শে জুন বিকেলে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধ জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুর ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডলসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাসূত্রে জানা যায়, গোয়ালন্দ পৌরসভার করোনা উপসর্গ নিয়ে পরীক্ষা করা ব্যক্তিদের মধ্যে ৮৬ শতাংশ, রাজবাড়ী পৌরসভায় ৩৬ শতাংশ এবং পাংশা পৌরসভায় ৪০ শতাংশ ব্যক্তি করোনায় আক্রান্ত। রাজবাড়ীতে ভেল্টা বা ভারতীয় ভেরিয়েন্ট ধরা পরার কারণে দ্রুত এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভা শেষে এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩ দফা নির্দেশনা সম্বলিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!