॥আন্তর্জাতিক ডেস্ক॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী গত শনিবার বলেছেন, ভারতে ছড়িয়ে পড়া ভাইরাসের নতুন ধরন আরো বেশী সংক্রামক এবং এটি ভ্যাকসিন সুরক্ষাকে ফাঁকি দিতে পারে, এ কারণে ভারতে প্রাদুর্ভাব বিষ্ফোরণে পরিণত হচ্ছে।
এএফপি’র সঙ্গে এক সাক্ষাৎকারে সৌম্য স্বামীনাথন সতর্ক করে দিয়ে বলেন, “আজকে ভারতে মহামারীর যে অবস্থা দেখছি তা নির্দেশ করে যে, এটি চরমভাবে ছড়িয়ে পড়ার একটি ভ্যারিয়ান্ট।”
ভারতে গত শনিবার প্রথমবারের মতো করোনায় মৃত্যু ৪হাজার ছাড়িয়েছে এবং নতুন আক্রান্ত হয়েছে ৪লাখ। নয়াদিল্লীতে মহামারি ভয়াবহ অবস্থা তৈরি করেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, সেখানে সরকারী হিসাবে মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে অনেকে ধারণা করছেন।
ভারতীয় শিশুরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল সায়েন্টিস্ট স্বামীনাথন বলেন, ভারতে গত অক্টোবরে শনাক্ত কোভিড-১৯ এর বি.১.৬১৭ ভ্যারিয়ান্ট তার মাতৃভূমিতে এই বিপর্যয়ের কারণ।
তিনি জোর দিয়ে বলেন, “সবচেয়ে দ্রুত সংক্রমিত ভ্যারিয়ান্টের মধ্যে এটি অন্যতম।” হু সম্প্রতি এই বি.১.৬১৭ ভ্যারিয়ান্ট তালিকাভূক্ত করেছে।