॥আন্তর্জাতিক ডেস্ক॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) গত মঙ্গলবার বলেছে, ভারতের করোনার ধরণ বিশ্বের আরো অন্তত ১৭টি দেশে ছড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি বলছে, করোনার বি.ওয়ান.৬১৭ ধরণটি প্রথমে ভারতে শনাক্ত হয়। এখন এটি অন্তত বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে এ ধরণ ভারত ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকেও ছড়িয়েছে।
ডব্লিওএইচও বলছে, ভারতে করোনার অন্যান্য যে ধরণ রয়েছে তারচেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে একইসঙ্গে দেশটিতে অন্যান্য ধরনগুলোও আগের চেয়ে বেশি সংক্রামক হয়ে উঠেছে। এর ফলে ভারতে করোনা মারাত্মক রূপ নিয়েছে বলে মনে করছে সংস্থাটি।
করোনা পরিস্থিতির সাপ্তাহিক ব্রিফিংয়ে ডব্লিওএইচও আরো বলছে, পর্যবেক্ষণে দেখা গেছে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় সংক্রমণ খুব দ্রুত ঘটছে।
তবে ভারতে করোনার সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে আরো কিছু কারন থাকতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি।
উল্লেখ্য, ভারতে গতকাল বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে গেছে।গত ২৪ ঘন্টায় প্রথমবারের মতো তিন হাজারেরও বেশি লোক মারা গেছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে জানা গেছে, করোনা মহামারিতে এ পর্যন্ত দেশটিতে ২ লাখ ১হাজার ১৮৭ জন মারা গেছে। তবে অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।
ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজার লোক। এ নিয়ে মোট সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ।