সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সাময়িক বন্ধের পর আবার শুরু অক্সফোর্ড টিকার ট্রায়াল

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

॥আন্তর্জাতিক ডেস্ক॥ ঔষধ কোম্পানী অস্ট্রাজেনকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির যৌথভাবে তৈরি করোনা ভাইরাসের টিকার ট্রায়াল গত শনিবার আবার শুরু হয়েছে।
একজন স্বেচ্ছাসেবকের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার পর এর পরীক্ষা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছিল।
অস্ট্রাজেনকা জানায়, পরীক্ষা সাময়িক বন্ধ রেখে তদন্ত করে দেখা হচ্ছিল ওই পার্শ্বপ্রতিক্রিয়া টিকার কারণে হয়েছিল কিনা। বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, তারা মনে করছে টিকার পরীক্ষা অব্যাহত রাখা নিরাপদ। তারা আরো বলেছে, ব্যাপক পরিসরে চালানো এ ধরণের পরীক্ষায় কিছু অংশগ্রহণকারী অসুস্থ হবে বলেই ধারণা করা হয়।
এ অবস্থায় ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা গত শনিবার নিরাপত্তা পর্যালোচনা শেষে পরীক্ষা শুরুর অনুমোদন দেয়। একে স্বাগত জানান বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তিনি বলেন, টিকার পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে আমাদের কাছে নিরাপত্তার ইস্যুটিই গুরুত্বপূর্ণ।
অস্ট্রাজেনকা জানিয়েছে, আজ সোমবার ব্রাজিলে টিকার পরীক্ষা ফের শুরু হচ্ছে। এছাড়া কোম্পানীটি বলছে, স্থগিতের পরও তারা আশা করছে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে তাদের এই ভ্যাকসিনটি বাজারে আসবে।
উল্লেখ্য, বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৯ লাখ ১৬ হাজার লোক মারা গেছে। আক্রান্ত হয়েছে ২ কোটি ৮৫ লাখ মানুষ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!