সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১লাখ ৩০ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

॥আন্তর্জাতিক ডেস্ক॥ ব্রাজিলে প্রাণঘাতি করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। দক্ষিণ আমেরিকায় করোনায় সবচেয়ে পর্তুদস্ত এ দেশে শেষ পর্যন্ত কোভিড-১৯ এর বিস্তার হ্রাসের ইঙ্গিতের সতর্ক আশাবাদ ব্যক্তের পর দেশটির মৃতের এ সংখ্যা ছাড়ালো। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের পর করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে উঠে আসা ব্রাজিল এ মহামারি ভাইরাসে একবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৩০ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে প্রায় ৪৩ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিক থেকে কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ভারত ব্রাজিলের আগে রয়েছে।
গত সপ্তাহ জুড়েই ব্রাজিলে প্রতিদিন গড় মৃত্যু ছিল ৬৯৬ জন।
বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সরকারীভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!