॥স্টাফ রিপোর্টার॥ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া যুব সংঘ আয়োজিত মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ২রা আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
বিকালে নয়নদিয়া মধ্যপাড়া মাঠে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক বিহীন বিপুল সংখ্যক দর্শক ও সমর্থকদের জমায়েতের মাধ্যমে এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সিনিয়র দলের ফাইনাল খেলায় ইউনিক এক্সপ্রেসকে হারিয়ে টেন স্টার জয় লাভ করে। টসে জিতে ইউনিক এক্সপ্রেস দল ৬৩ রানে অল আউট হয়, টেন স্টার ৬৪ রান করে বিজয়ী হয়।
অপর জুনিয়র দলের খেলায় মোহাম্মদ একাদশ দলকে হারিয়ে রিসান একাদশ দল জয় লাভ করে। টস জিতে রিসান একাদশ দল ৪৯ রান করে। ব্যাট করতে নেমে মোহাম্মদ একাদশ দল ৩০ রানে অল আউট হয়। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় সিনিয়র দলের রাশেদ ও জিনিয়র দলের আহাদ।
খেলা শেষে গার্মেন্টের মালিক সবুজ মন্ডল, সিদ্দিক প্রামানিক, ফরিদ আহম্মেদ, হিরণ প্রামানিক, আসলাম মন্ডল, বক্কার শেখ ও আতাউর প্রামানিকসহ অন্যান্য অতিথিগণ পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে কাপ ও প্রত্যেক খেলোড়ারের ১টি করে ম্যাডেল তুলে দেন। এছাড়াও আগত স্থানীয় অন্যান্য অতিথিরা পুরস্কার বিতরণ শুরু হওয়ার আগেই মাঠ ত্যাগ করেন বলে জানা গেছে।
এ সময় আয়োজকদের মধ্যে পলাশ মন্ডল, মীর রাহাত ও মাজেদ শেখসহ প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশী করে সম্পৃক্ত করতে হবে বলে তারা জানান।
তবে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এ ধরণের ক্রিকেট টুর্নামেন্ট কেন আয়োজন করা হলো এ ব্যাপারে আয়োজকরা কোন সদুত্তোর দেননি।