॥আন্তর্জাতিক ডেস্ক॥ ব্রিটেন করোনা ভাইরাসের সম্ভাব্য নয় কোটি ডোজ ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করেছে। দেশটি ভ্যাকসিন পেতে বায়োটেক কোম্পানী বায়োএনটেক, ফাইজার ও ভালনেভা’র সাথে চুক্তি করেছে। গতকাল সোমবার দেশটির সরকার এ খবর জানিয়েছে।
বৃটিশ বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা বলেছেন, ব্রিটেন এখন দেশে ও বিদেশে তৈরি হচ্ছে এমন তিন ধরণের ভ্যাকসিন পেতে যাচ্ছে।
তিনি আরো বলেন, সত্যিকার অর্থে ভ্যাকসিন পাওয়ার জন্যে পুরো বিশ্বেই প্রতিযোগিতা চলছে। ব্রিটিশ জনগণের জন্যে নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সবকিছুই করছি।
চুক্তি অনুযায়ী ব্রিটেন বায়ো এনটেকের কাছ থেকে তিন কোটি ডোজ, জার্মান কোম্পানী ফাইজার ও ফ্রান্সের ভালনেভার কাছ থেকে ছয় কোটি ডোজ ভ্যাকসিন নেবে।
এদিকে অস্ট্রাজেনকার সাথে যৌথভাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে ভ্যাকসিন তৈরি করছে সেখান থেকে ১০ কোটি ডোজ কিনবে ব্রিটিশ সরকার।
বিশ্বে করোনায় সবচেয়ে পর্যুদস্ত হয়েছে যে ক’টি দেশ ব্রিটেন তার অন্যতম। দেশটিতে ৪৫ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, একটি কার্যকর ভ্যাকসিন করোনা মোকাবেলা করে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবে বলে আমরা সর্বোচ্চ আশা করি।