॥মনির হোসেন॥ থানা পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াসহ পুলিশী কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করার লক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ও বোয়ালিয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৬ই জুলাই সকালে বোয়ালিয়া ইউনিয়নের ধানচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এবং বিকালে রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর হিরু মোল্লার ঘাটে প্রধান অতিথি হিসেবে বিট পুলিশিংয়ের অফিস উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ।
এ সময় বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল গণি, বোয়ালিয়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত কালুখালী থানার এসআই সোহাগ সাহা, এএসআই মনির হোসেন, রতনদিয়া ইউনিয়নের বিট পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্ত এসআই মনোয়ার হোসেন, এএসআই শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধনকালে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লøাহ বলেন, বিট পুলিশিং সেবা চালু হওয়াতে এখন থেকে আর ইউনিয়নের বাসিন্দাদের পুলিশী সেবা পেতে কষ্ট করে থানায় যেতে হবে না। ইউনিয়নবাসী তাদের অভিযোগ এই বিট পুলিশ অফিসেই করতে পারবেন। এলাকাবাসী সহযোগিতা না থাকলে বিট পুলিশিং কার্যক্রম সফল হবে না।
এ ছাড়াও তিনি সন্ত্রাসী, মাদক কারবারীসহ সমাজ বিরোধীদের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে না ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।