॥আন্তর্জাতিক ডেস্ক॥ মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের সাথে সম্পর্ক ছিন্ন করান হুমকি দিয়েছেন। কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩ লাখ ছাড়ানোর পর তিনি এমন হুমকি দিলেন। খবর এএফপি’র।
এদিকে দ্বিতীয় ধাপে আক্রান্ত হওয়ার আশংকা থাকা সত্ত্বেও স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা ফের সচল করতে বিশ্বের বিভিন্ন দেশ ও স্থানীয় সরকার লকডাউন শিথিল করছে।
তবে, এক্ষেত্রে গতকাল শুক্রবার সতর্ক করে দিয়ে বলা হয়েছে, বিশ্বের অতি দরিদ্র কিছু দেশের মানুষ অধিক করোনা ঝুঁকির মুখে রয়েছে। করোনা ভাইরাস আরো ছড়িয়ে পড়া রোধে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করা হলে আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ২৫ কোটি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ইঙ্গিত দেয়া হচ্ছে।
খবরে বলা হয়, চীনের উহান নগরী থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত প্রায় ৮৬ হাজারে দাঁড়িয়েছে। বিশ্বের যেকোন দেশের মৃতের সংখ্যার তুলনায় এ সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া করোনা ভাইরাসে বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রের।
গত বৃহস্পতিবার প্রচারিত এক সাক্ষাতকারে ট্রাম্প গত বছরের শেষের দিকে উহানে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এ সংকটের প্রকৃত ভয়াবহতার কথা গোপন করায় বেইজিংকে ফের দায়ী করেন।
তিনি বলেন, এক্ষেত্রে ‘আমি চীনের ব্যাপারে খুবই ক্ষুব্ধ। এ মুহুর্তে এটাই আমি আপনাদের বলবো।’
এ ব্যাপারে চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি করতে পারে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা চীনের সাথে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করতে পারি।’ ট্রাম্প করোনা ভাইরাসকে ‘চীনের প্লেগ’ হিসেবে অভিহিত করেন।
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের মধ্যে প্রতি বছর কয়েকশ’ বিলিয়ন ডলারের বাণিজ্য করে থাকে।