॥স্টাফ রিপোর্টার॥ র্যাবের অভিযানে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা থেকে ৪৪ কেজি গাঁজা ও ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে।
গতকাল ৩০শে এপ্রিল সকালে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় এলাকা থেকে একটি পিকআপ ট্রাকসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানাধীন নতুন হাউলি এলাকার ইকরামুল মল্লিকের ছেলে হানিফ মল্লিক(২০) এবং রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন বোয়ালিয়া গ্রামের আমানত বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস(২২)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গ্রেফতারকৃতরা পিকআপ ট্রাকটির চালক ও সহকারী। তারা দীর্ঘদিন ধরে পিকআপটিতে করে পণ্য পরিবহনের আড়ালে মাদক পাচার করে আসছিল। চুয়াডাঙ্গা জেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ২০ লক্ষাধিক টাকার মাদকের চালানটি নিয়ে রাজবাড়ীর দিকে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ২টি বস্তায় এবং ফেনসিডিল ১টি বস্তার মধ্যে রেখে পিকআপটিতে মিষ্টি কুমড়া বোঝাই করা হয়েছিল। উদ্ধারকৃত মাদকসহ তাদেরকে রাজবাড়ী জেলার পাংশা মডেল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।