॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপির তেলিগাতি গ্রামের আওয়ামী লীগ নেতা রইচ উদ্দিন মিয়ার বাড়ীতে কুয়েতি আবু আব্দুর রহমানের আর্থিক অনুদানে কুয়েত প্রবাসী মোঃ রফিকুল ইসলাম মিয়া, তার ভাই রেজাউল করিম মিয়া ও রইচ উদ্দিন মিয়া পরস্পর সমন্বয় করে করোনা সংকটে কর্মহীন অস্বচ্ছল ও দরিদ্র ৫২০টি পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
জানা যায়, গত সোমবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সু-শৃঙ্খল ভাবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি ছোলা, ৫ কেজি আলু, ২ কেজি মুড়ি, ১ কেজি লবন, ২ প্যাকেট সেমাই, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেলসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কুয়েত প্রবাসী রেজাউল করিম মিয়া জানান, কুয়েতি আবু আব্দুর রহমানের দেয়া সাড়ে ১১ লাখ টাকার ইফতার সামগ্রী গত সোমবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৪ দিনে ৫২০ জন কর্মহীন অস্বচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
প্রতি বছর কুয়েতি আবু আব্দুর রহমানের আর্থিক সহযোগিতায় এলাকার মানুষের ইফতার ও দোয়া মাহফিলসহ কোরবানীর ঈদে দরিদ্র মানুষের মাঝে কোরবানীর মাংস বিতরণ করা হয়ে থাকে। এ বছর করোনা সংকটের কারণে ইফতার মাহফিল করা সম্ভব হচ্ছে না। এ কারনে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই মহতি কর্মসূচি অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।