শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালী থানা পুলিশের অভিযানে আমজাদ হত্যা মামলার প্রধান আসামী ইসমাইল গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০১৭

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জমি ব্যবসায়ী আমজাদ হত্যা মামলার প্রধান আসামী ইসমাইল বিশ্বাস (৩২)কে থানা পুলিশ গত ১৪ই জুন রাতে গ্রেফতার করেছে।
থানা পুলিশের দাবী, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়ার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসমাইল বিশ্বাস কালিকাপুর ইউনিয়নের ঝাঊগ্রামের মৃত ইয়াদ আলী বিশ্বাসের ছেলে। গতকাল ১৫ই জুন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
উল্লে¬খ্য, কালিকাপুর গ্রামের জমি ব্যবসায়ী আমজাদ বিশ্বাস (৪০)কে গত ৩রা মে রাত সোয়া ৯টার দিকে নিজ বাড়ীতে পরিবারের সদস্যদের সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত আমজাদ বিশ্বাসের স্ত্রী জেসমিন খাতুন বাদী হয়ে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন (কালুখালী থানার মামলা নং-১, তাং-০৩/০৫/২০১৭ইং, ধারাঃ ৪৪৭/৪৪৮/৩২৬/৩০৭/৩০২ দঃ বিঃ)। মামলায় গ্রেফতারকৃত ইসমাইল বিশ্বাসসহ কালিকাপুর গ্রামের আলম শেখের ছেলে সুমন শেখ(২৪), মৃত আনোয়ার মোল¬ার ছেলে মিজু মোল্ল¬া(২৮), আরশেদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন(৩২) ও তার ভাই হায়দার আলী (৩৫)সহ অজ্ঞাতনামা ৭/৮জনকে আসামী করা হয়। ঘটনার পরপরই কালুখালী থানার পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আফজাল শেখ(৩২) নামে একজনকে গ্রেফতার করে। সে ঝাউগ্রামের আবুল শেখের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!