॥সোহেল মিয়া॥ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজবাড়ী জেলায় ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ জেলা পুলিশ।
গতকাল ২৪শে মার্চ সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-বার।
স্ট্যাটাসে তিনি লিখেছেন-‘হতাশ হলে চলবে না। চলুন, আমরা কাজ করে যাই। বাজারে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। তাই কাল থেকে রাজবাড়ী জেলা পুলিশ ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ শুরু করবে।’
এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, ‘মানুষ বাজারে হ্যান্ড স্যানিটাইজার পাচ্ছে না। অথচ বর্তমান সময়ে এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে তা বিনামূল্যে বিতরণ করার। আমার পুলিশ সদস্যরাই এগুলো তৈরী করেছি।’
এদিকে পুলিশ সুপারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গতকাল মঙ্গলবার রফিকুল ইসলাম নামে রাজবাড়ীর একজন কুয়েত প্রবাসী পুলিশ সুপারের কাছে ২শ’ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ১শ’ পিস মাস্ক (মোট ৩শ’ পিস) হস্তান্তর করেছেন।