॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় গত ২৩শে মার্চ দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত আধা ঘন্টাব্যাপী শিলাবৃষ্টি হয়েছে।
গ্রীষ্ম মৌসুমের প্রথম এ শিলাবৃষ্টিতে আমের মুকুল ঝরে পড়েছে। পেঁয়াজ-রসুনের ক্ষেতেরও ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির সাথে সাথে উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
উপজেলা সদরের কৃষক আজাদুর রহমান বলেন, এতো বড় ধরনের শিলাবৃষ্টি জীবনেও দেখি নাই। প্রতিটি শিলার ওজন ছিল ১শ’ গ্রাম থেকে ৩শ’ গ্রাম পর্যন্ত। আমার বাড়ীর আম গাছের মুকুল ঝরে গেছে। মাঠে যে পেঁয়াজ-রসুন রয়েছে সেগুলোও এই শিলাবৃষ্টির কারণে সংরক্ষণ করা যাবে না। একই অভিযোগ করেন উপজেলার আরো কয়েকজন কৃষক।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, এই সময়ের শিলাবৃষ্টিতে বেশীর ভাগ আম গাছের মুকুল ঝরে পড়েছে। আমের গুটি নষ্ট হয়েছে। পেঁয়াজ-রসুন ক্ষেতেরও ক্ষতি হয়েছে।