‘॥স্টাফ রিপোর্টার॥ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রমের আওতায় রাজবাড়ী সদর উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের(হাইস্কুল ও মাদ্রাসার) তৈরী ডকুমেন্টারীর (অনূর্ধ্ব ২০ মিনিটের) যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
গত ২২ ও ২৩শে মার্চ দুই দিনব্যাপী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সম্মেলন কক্ষে ৫সদস্যের যাচাই-বাছাই কমিটি (সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ আরিফুর রহমান ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাাসন) প্রজেক্টরের মাধ্যমে ডকুমেন্টারীগুলো দেখে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী নির্বাচন করেন।
উল্লেখ্য, স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ বা প্রয়াত মুক্তিযোদ্ধার নিকটজন ও মুক্তিযুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরী ডকুমেন্টারীগুলোর মূল কপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে সংরক্ষিত থাকবে। পরবর্তীতে সেগুলো বিজয় দিবসের অনুষ্ঠানে প্রদর্শন এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দলকে পুরস্কার প্রদান করা হবে।