শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে রোগাক্রান্ত ও মরা মুরগীর মাংস বিক্রির দায়ে পোল্ট্রি ফার্ম মালিককে জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

॥হেলাল মাহমুদ॥ রোগাক্রান্ত ও মরা মুরগীর মাংস বিক্রির দায়ে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকার একটি মুরগীর ফার্মকে ৫০ হাজার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২৩শে মার্চ দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযানে ফার্মের মালিক আরজু পাটোয়ারীকে এই জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে আলাদীপুরের জুট মিলের বিপরীতে অবস্থিত পোল্ট্রি ফার্মটির ডিপ ফ্রিজ থেকে জবাই করে বিক্রির জন্য রাখা ১১০টি রোগাক্রান্ত ও মরা মুরগীর মাংস জব্দ করে মাটিতে গর্ত করে পুঁতে ফেলা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম জানান, আলাদীপুরের ওই পোল্ট্রি ফার্মটিতে রোগাক্রান্ত মৃতপ্রায় ও মরা মুরগী জবাই করে ফ্রিজে মাংস সংরক্ষণ করে বিভিন্ন হোটেল ও ফাস্ট ফুড ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়ে ফার্মের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা এবং রোগাক্রান্ত ও মরা মুরগীর ১১০ কেজি মাংস জব্দ করে মাটিতে গর্ত খুড়ে পুঁতে ফেলা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!