॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডব্যাপী করোনা ভাইরাসের সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এ.জে মিন্টু।
ব্যক্তিগত উদ্যোগে ২দিন করোনা ভাইরাসের সচেতনতামূলক মাইকিংয়ের পর গতকাল ২২শে মার্চ দিনব্যাপী তিনি হাসপাতাল গেট, ভোকেশনাল মোড়, পাবলিক হেলথ মোড়, আল-গাজ্জালী মোড়, মার্কাজ মসজিদ মোড়, টিএন্ডটি পাড়াসহ ৫নং ওয়ার্ডের উল্লেখযোগ্য সকল স্থানে কাপড়ের তৈরী সহস্রাধিক পিস মাস্ক বিতরণ করেন। দোকানী, পথচারী, দরিদ্র মানুষসহ দল-মত নির্বিশেষে সকলের মধ্যে এই মাস্ক বিতরণ করা হয়।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক এ.জে মিন্টু বলেন, সারা বিশ্বই এখন কাঁপছে করোনা ভাইরাসের আতংকে। চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও। প্রতিদিনই দেশে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে মারাও গেছে ২জন। এ অবস্থায় সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করলেও জনগণ তেমন একটা সচেতন হচ্ছে না। তাই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ওয়ার্ডব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি সুরক্ষার জন্য অতি প্রয়োজনীয় মাস্ক বিতরণ করলাম। আমার এই প্রচেষ্টা ও কার্যক্রম অব্যাহত থাকবে। আরো কিছু উদ্যোগ নিব। যতদিন করোনা ভাইরাসের ঝুঁকি থাকবে, শুধু ততদিনই নয়-সারা জীবন আমি আমার ওয়ার্ডবাসীর পাশে থাকবো। তাদের জন্য কাজ করে যাবো।