॥কাজী তানভীর মাহমুদ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)-এর ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের আয়োজনে গতকাল ২১শে মার্চ সকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া রশোড়া গ্রামে বিএআরআই কর্তৃক উদ্ভাবিত গ্রীষ্ম ও শীতকালীন পেঁয়াজের আধুনিক উৎপাদন কলাকৌশলের উপরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিএআরআই’র ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বিএআরআই, গাজীপুরের পরিচালক(সেবা ও সরবরাহ) মোঃ হাবিবুর রহমান শেখ, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল কৃষ্ণ দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান ওহিদ, মূলঘর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা এ.এফ.এম রুহুল কুদ্দুস।
প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। তাদেরকে বিএআরআই’র উদ্ভাবিত পেঁয়াজের জাত পরিচিতি, কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা, সার, সেচ, পোকা দমন, ফসল সংগ্রহ প্রযুক্তি ইত্যাদি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।