॥স্টাফ রিপোর্টার॥ কারা অধিদপ্তরের নির্দেশনার আলোকে রাজবাড়ী জেলা কারাগারে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সতকর্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম জানান, কারা অধিদপ্তর থেকে চিঠি পাওয়ার পর গত ১৮ই মার্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, আদালত থেকে প্রেরিত নতুন আসামীদের কারাগারের কারা অভ্যন্তরে প্রবেশের আগে তাদের মধ্যে কেউ সম্প্রতি বিদেশ ফেরত কিনা জানার পর কারা চিকিৎসক, ডিপ্লোমা নার্স ও ফার্মাসিস্টদের দিয়ে জ্বর, হাঁচি, কাশি-সর্দি আছে কিনা পরীক্ষা করে নিশ্চিত হয়ে কোর্ট পুলিশের নিকট থেকে রিসিভ(গ্রহণ) করা হচ্ছে। এরপর আসামীদের হাত হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে তাদের হাত ধুইয়ে ভিতরে প্রবেশ করানো হচ্ছে।
তিনি আরো বলেন, গতকাল শুক্রবার জুম্মার নামাজের দিন কারাগারের মসজিদে আগতদের জন্য হ্যান্ডওয়াশ হাত ধুয়ে জায়নামাজ বিহীন নামাজ আদায়ের জন্য মসজিদে ঢুকতে দেয়া হয়।
এক প্রশ্নের জবাবে জেলা সুপার মোঃ আনোয়ারুল করিম আরো জানান, ১০০জন বন্দী (৯২ জন পুরুষ, ৮ জন নারী) ধারণ ক্ষমতার রাজবাড়ী জেলা কারাগারে বর্তমানে ৬৪২ জন বন্দী রয়েছে। তাদের মধ্যে ৮০ জন সাজাপ্রাপ্ত, অন্যরা বিভিন্ন মামলার হাজতী আসামী। এছাড়া ৩৫ জন নারী বন্দী ও তাদের সাথে ২জন শিশু রয়েছে।