॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীতে বিচার বিভাগের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গত ১৭ই মার্চ সকালে জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন ও সম্পাদক এডঃ আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সালাহ উদ্দিন, জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারক, জেলা বারের সিনিয়র আইনজীবী ও বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর জন্মশতবাষিকীতে ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় তার জন্মগ্রহণ থেকে শুরু করে শিক্ষা জীবন, ছাত্র রাজনীতি, রাষ্ট্রভাষা বাংলার দাবীতে ছাত্রদের সংগঠিত করা, ৫২’র ভাষা আন্দোলন, বিভিন্ন আন্দোলনে তার কারাজীবন, গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া, পূর্ব পাকিস্তানের স্বায়ত্বশাষন দাবী, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিতকরণ, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন, ১৯৬৬ সালের ৬দফা দাবী আদায়ের আন্দোলন, ১৯৬৮ সালে তার বিরুদ্ধে আগরতলা ষড়ষন্ত্র মামলা দায়ের, ১৯৬৯ সালের তার মুক্তির দাবীতে সংঘটিত গণঅভ্যুত্থান, ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে জয়লাভ, ৭১’র ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক, ২৬শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্র প্রধান হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য নিরলস প্রচেষ্টাসহ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তাগণ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশকে তার বাবার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেসব দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত, করোনা ভাইরাস থেকে মুক্তি এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।