॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়।
কর্মসূচী উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। দুপুরে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ এএফএম শফীউদ্দিন পাতার নেতৃত্বে নেতৃবৃন্দ বিষ্ণুপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানা, আজিজপুর রশীদীয়া কওমী মাদরাসা ও এতিম খানা এবং পাংশা শাহজূঁই(রঃ) কামিল মাদরাসা সংলগ্ন এতিম খানায় শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিকেলে আলোচনা, দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যায় কেককাটা ও আতশবাজী প্রজ্জ্বলন করা হয়। কেক কাটেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির সহধর্মিনী মিসেস সাইদা হাকিম।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)’র সভাপতিত্বে এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন (পাতা)’র সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।