॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ই মার্চ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী বলেন, করোনা ভাইরাস নিয়ে কেউ আতংক হবেন না। এ নিয়ে সতর্ক থাকুন।
তিনি বলেন, করোনা ভাইরাস বাতাস বাহিত ভাইরাস নহে। এ কারণে মাস্ক ব্যবহার নিয়ে তাড়াহুরোর প্রয়োজন নেই। শুধুমাত্র আক্রান্ত ব্যক্তির মাস্ক ব্যবহার প্রয়োজন।
তিনি বলেন, বিদেশ থেকে আগত লোকজনকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। ফ্রিজে রাখা ঠান্ডা খাবার জিনিসপত্র গরম করে খাওয়া, আইসক্রিম জাতীয় খাবার না খাওয়া, দুইহাত সাবান দিয়ে ভালোমত ধুয়ে পরিষ্কার রাখাসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
ডাঃ আনজুয়ারা খাতুন আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ভাবে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের যে পরামর্শ রয়েছে সে বিষয়ে আমরা কাজ করছি।
সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম করোনা ভাইরাসের অজুহাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অনৈতিক ভাবে পণ্যের দাম যাতে কেউ বেশী না নেয় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফীউদ্দিন(পাতা), জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু ও নুরুন্নাহার বেগমসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।