॥সোহেল মিয়া॥ বালিয়াকান্দিতে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক(যশোর-ট-১১-৫০০৭) উল্টে এনায়েত (৫৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছে।
গতকাল ৭ই মার্চ রাত সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের টিএন্ডটি সংলগ্ন আমতলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত সাতক্ষীরার তালহা উপজেলার জেটুয়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও ১১জন আহত হয়েছে। তারা হলো ঃ জুলফিকার(২৫), বিমল দাস(৬০), সম্পদ(৪৫), কালু দাস(৪২), বজ দাস(৩৫), প্রদীপ দাস(৩০), জিয়ারুল ইসলাম(৩৫), রিচাত(৫৩), বুলবুল(২৫), প্রবীর দাস(৪৪) ও বাহারুল(২৫)। তারা সবাই সাতক্ষীরার তালহা উপজেলার জেটুয়া ও ভাইয়া গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে প্রদীপ দাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের বালিয়াকান্দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত জিয়ারুল বলেন, আজ সকালে আমরা ১০ জন পেঁয়াজ কেনার জন্য বালিয়াকান্দির সমাধিনগর বাজারে আসি। সারাদিন পেঁয়াজ কিনে রাতে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেই। আমতলা বাজার পার হয়ে ট্রাকটি উল্টে যায়। রাস্তার অবস্থা খুব খারাপ, মাঝে-মধ্যে বড় বড় গর্ত রয়েছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে হাসপাতালে(উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) পাঠাই। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, থানার ওসি একেএম আজমল হুদা, সদর ইউপির চেয়ারম্যান নায়েব আলী শেখ প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।