॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা হাসপাতালে গতকাল ৭ই মার্চ সকালে একজন দরিদ্র মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে রক্তদান করেছেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ।
জানা যায়, গতকাল শনিবার আশিক মাহমুদ মিতুল ফ্যান ক্লাবের সার্বিক সহযোগিতায় পরিচালিত ব্লাড ব্যাংক পাংশা(অনলাইন) সংস্থা ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে।
এক পর্যায়ে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ পাংশা হাসপাতালে চিকিৎসাধীন একজন দরিদ্র মহিলা রোগীর বি-পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি অবগত হন। তাৎক্ষণিকভাবে ওই মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে পাংশা হাসপাতালে ছুটে যান তিনি এবং একব্যাগ রক্তদান করেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ বলেন, মানুষ-মানুষের জন্য। কোনো মানুষের দুঃসময়ে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নিজের দায়িত্ববোধ থেকে ঐতিহাসিক ৭ই মার্চের অনুপ্রেরণায় একজন মুমুর্ষ রোগীর কল্যাণে রক্তদানের কথা উল্লেখ করেন তিনি। এভাবে তিনি বিভিন্ন সময় ১১বার রক্তদান করেছেন বলে জানান। মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে সকলকে রক্তদানে উৎসাহিত করেন তিনি। এ ক্ষেত্রে ব্লাড ব্যাংক পাংশার জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ লাবীব আবদুল্লাহ।
এ সময় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন, ব্লাড ব্যাংক পাংশা (অনলাইন)’র নির্বাচিত এ্যাডমিন ও প্রধান সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম খান, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু সাঈদ, মাহিন আহম্মেদ, রেজওয়ান আহম্মেদ, পারভেজ শেখ, এইচএন হাসান, আশিক মাহমুদ মিতুল হাকিম ফ্যান ক্লাবের নির্বাহী সদস্য পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।