মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর রাজেন্দ্রপুরে ৩বছরের কন্যা শিশুর ধর্ষককে গ্রেপ্তারের দাবী॥ডিসি-এসপির নিকট স্মারকলিপি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের ৩বছরের কন্যা শিশুর ধর্ষক ফরিদ শেখ (৪২)কে গ্রেফতারের দাবীতে গতকাল ২রা মার্চ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা মহিলা পরিষদ।
সংগঠনের সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ’র স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে গত ২৬শে ফেব্রুয়ারী সকালে রাজেন্দ্রপুর গ্রামের কাশেম শেখের ছেলে ফরিদ শেখ তার বাড়ীতে নিজের মেয়ের সাথে খেলাধুলারত শিশুটিকে চকলেট ও বিস্কুটের লোভ দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুটির পিতা বাদী হয়ে লম্পট ফরিদ শেখের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। কিন্তু এখনো অভিযুক্ত ফরিদ শেখ গ্রেফতার হয়নি। মহিলা পরিষদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছে, ফরিদ শেখ দীর্ঘদিন ধরে গ্রামের গৃহবধূ, তরুণী, কিশোরী ও এলাকায় কর্মরত নারী এনজিও কর্মীদের যৌন নিগ্রহ ও উত্যক্ত করে আসছে। কখনো শাস্তি না হওয়ায় সে অনেক বেপরোয়া হয়ে উঠেছে। এ অবস্থায় শিশুটির আনন্দময় শৈশবকে কেড়ে নিয়ে তার জীবনকে ভবিষ্যতের অনিশ্চিত অন্ধকারে নিক্ষেপ করা লম্পট ফরিদ শেখের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!