॥শেখ মামুন॥ শিক্ষার্থীদের বিনা খরচে সঞ্চয়ী হিসাব খোলার সুযোগসহ বিভিন্ন সুবিধা দিয়ে রাজবাড়ী সরকারী কলেজে সাউথইস্ট ব্যাংকের ৩দিনব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে।
গত ১০ই ফেব্রুয়ারী সকালে এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের এভিপি ও রাজবাড়ী শাখার প্রধান মোঃ মুরাদ রহমান অরণ্য এবং সিনিয়র অফিসার ও ম্যানেজার(অপারেশন) মোহাম্মদ মফিজুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইনের ১ম দিনে (১০ই ফেব্রুয়ারী) কলেজের ২৮ জন শিক্ষার্থী এবং ২য় দিনে (গতকাল ১১ই ফেব্রুয়ারী) ৬৮ জন শিক্ষার্থী তাদের নামে সঞ্চয়ী হিসাব খোলে। আজ ১২ই ফেব্রুয়ারী পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেডের রাজবাড়ী শাখার প্রধান মোঃ মুরাদ রহমান অরণ্য জানান, এসইবিএল (সাউথ ইস্ট ব্যাংক লিঃ) দেশের নেতৃস্থানীয় বেসরকারী একটি ব্যাংক। বর্তমানে ১৩৫টি শাখা ও ১৬৬টি এটিএম বুথের পাশাপাশি অনলাইন ব্যাংকিংসহ গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করছে। শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ ও ব্যাংকিংয়ে আগ্রহী করতে বিনা খরচে সঞ্চয়ী হিসাব খোলার সুযোগ দেয়ার জন্য এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। হিসাব খুললে শিক্ষার্থীদের বিনামূল্যে এটিএম কার্ড প্রদান করাসহ কোন মেইনটেইন খরচ লাগবে না। এছাড়াও তাদেরকে কোন মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না, হাফ ইয়ারলি ফ্রি স্টেটমেন্ট ও বিনামূল্যে ১ম চেক বুক(তারকা) প্রদান, ফ্রি এসএসএম ও ইন্টারনেট ব্যাংকিং(নক্ষত্র)-এর সুযোগ পাবে।